মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ২০ অক্টোবর রোজ শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ম্যুরাল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মাননীয় সভাপতি, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর স্থায়ী কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ হামজা মাহমুদ উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। প্রফেসর এ জেড এম আরিফ হোসেন সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর খান রফিকুল ইসলাম অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, প্রফেসর মোঃ খালেদ হোসেন খান প্রমুখ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী।