রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
নাজমুল হক ইমু: শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে বেশ কিছু দিন যাবত প্রতারণা করে আসছিল রাকিব নামে এক যুবক। কখনো সার্কেল এসপি স্যার এর ভাই কখনো আইজি স্যার এর ভাতিজা পরিচয় দিয়ে তারা সাভার আশুলিয়ায় বেশ কিছু দিন যাবত বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাতো।
মো:রাকিব (২৫)বাগেরহাট জেলার মো: শাজাহান মিয়ার ছেলে বেশ কিছু দিন যাবত আশুলিয়ার বাংলাবাজার সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতো জানা গেছে মো: রাকিব সহ তার সহযোগীরা মিলে মানুষের বাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অভিযান চালিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো।
শুধু এটাই শেষ নয় কখনো আইজি স্যার এর ভাতিজা কখনো এসপি স্যার এর ভাই পরিচয় দিতো আটক রাকিব।
আশুলিয়া থানা পুলিশের সাব ইনসপেক্টর সজিব বলেন মো রাকিব আমাকে কল করে আইজি স্যার ভাতিজা এবং এসপি স্যারের ভাই পরিচয় দিয়ে আমাকে হুমকি দিয়েছে পরে তদন্ত করে দেখি আটক রাকিব বেশ কিছু দিন যাবত আশুলিয়া সহ রাজধানীর বিভিন্ন জাগায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষ কে মাদক মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো তারা টাকা না দিলেই চলাতো নিযাতন। পরে ডিবি পুলিশ পরিচয় দানকারী রাকিব কে তার বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আমরা।