রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সৎ মাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেছে এক কিশোর। দিনের পর দিন মায়ের কাছ থেকে নানাভাবে নির্যাতিত হচ্ছিল দুই ভাই। তাই এ হত্যার পথ বেছে নেয় কিশোর আবু হুরায়রা মিম (১৫)। পুলিশকে এ কথাই বলেছে সে।
রবিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ারা বেগম (৪০) ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, উপজেলার কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আনোয়ারাকে বিয়ে করেন। মশিয়ার রহমানের আগের সংসারে দুটি ছেলে রয়েছে। ছোট ছেলেটিকে ঠিকমতো খেতে দিতেন না সৎমা আনোয়ারা। প্রায়ই মারধরও করতেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই কিশোর কুড়াল দিয়ে কুপিয়ে তার সৎমা আনোয়ারাকে হত্যা করে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে ওই কিশোর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ঝিকরগাছা থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আনোয়ারার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চারটি চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য আনোয়ারার লাশ আজ সোমবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আত্মসমর্পণকারী কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।