রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
সোহেল রানা,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ডোমারের বামুনিয়া ইউনিয়নে ১১৬ বোতল ফেনসিডিল সহ রিমু আক্তার বৃষ্টি মনি (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২২শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের দক্ষিণ বামুনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১১৬ বোতল ফেনসিডিল সহ গৃহবধূ বৃষ্টি মনিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিমু আক্তার বৃষ্টি মনি (২২) ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের দক্ষিণ বামুনিয়া এলাকার মোশাইদুল ইসলামের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া রিমু আক্তার বৃষ্টি মনিকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম ২ লাখ ৩২ হাজার টাকা। এই ঘটনায় উপ-পরিদর্শক শফিয়ার রহমান বাদী হয়ে ডোমার থানার একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী জানান, গ্রেপ্তার হওয়া নারীকে আদালতে হাজির করা হবে।