রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদরের বাড়েরা বাইপাস এলাকায় বসবাসরত মি: রেক্সি বার্নাবাস রোজারিও এর পরিবারকে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি ও মারধর করে নগদ অর্থসহ সোনার গয়না লুটপাট করে নিয়ে যায়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় গত হলেও আইন শৃঙ্খলার তেমন কোন উন্নতি হয় নাই। দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি এমনি এক পরিস্থিতির শিকার হলেন খ্রিস্টান ও সংখ্যালঘু গারো সম্প্রদায়ের আদিবাসী পরিবারের নিরীহ একটি পরিবার। উক্ত পরিবারের সদস্য রেক্সি বার্নাবাস রোজারিও সহ তার স্ত্রী এবং তাদের একমাত্র সন্তানকেও প্রাণনাশের হুমকি সহ মারধর করে এই পরিবারটিকে বর্তমান আবাসস্থল থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দেয় সন্ত্রাসী চক্র । এমন অবস্থা চলমান থাকলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে।
এহেন পরিস্থিতিতে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের উপর এধরণের হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় না আনলে সন্রাসীদের আস্ফালন বৃদ্ধির আশঙ্কা করছে সুশীল সমাজ তথা সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের পরিবার।
রেক্সি বার্নাবাস রোজারিও বলেন, আমরা সংখ্যালঘু খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের উপর এধরণের হামলার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।