রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুরুজ -এর পাঠানো প্রতিবেদন:
রাজধানী কাফরুলে ক্রিয়েটিব গার্মেন্টস এর শ্রমিক আন্দোলনের জের ধরে আজ সকাল থেকে দফায় দফায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকে আর্মি এবং পুলিশ আন্দোলন নিয়ন্ত্রন করে যাচ্চে।এ সময়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা আর্মির একটি টহল ভ্যান এবং পুলিশের একটি ভ্যানে আগুন দরিয়ে দেন। পরে মিরপুর থেকে সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন।
এর আগে ক্রিয়েটিভ এন্ড ডিজাইন ফ্যাশন লি: এর লাইনচিপ করিরের সাথে এক কর্মির সাথে কথা কাটাকাটি হয়। মূলত সেই কথা কাটা কাটির জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে বিষয়টি নিয়ে অফিসের মালিকের সাথে কর্মিদের কথার বাক বিতন্ড হয়। তার ই জের ধরে সকল গার্মেন্টস শ্রমিকরা একত্রিত হয়ে আজ সকাল থেকে এই আন্দোন করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা আছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’ মিরপুর-১৪ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন বহিরাগত ব্যক্তি এ আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।