শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শনিবার (৬ ডিসেম্বর) নীলফামারীর সদরের চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “তরুণ সহযোগী সংগঠন নীলফামারী” (TSSN) শীতবস্ত্র বিতরণ করেছে। এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, আর রংপুর থেকে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সুমন।

এতে সভাপতিত্ব করেন সানজিদা পারভীন সেতু, সাধারণ সম্পাদক আল রিজুওয়ান ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক ফারহান লাবিব এবং প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান মোরশেদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন।
ডিরেক্টর মোঃ আব্দুল কুদ্দুস বলেন, “শীতকাল আমাদের জন্য আনন্দদায়ক হলেও অনেকের জন্য এটি কষ্টের, বিশেষ করে যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই। তাই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদেরকে নিরাপদ ও সুস্থ রাখা আমাদের মূল উদ্দেশ্য।”
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।