বাংলাদেশের বহুল পরিচিত সুনামধন্য যুবনেতৃত্বাধীন সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বরিশাল জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকালে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের যুব সদস্যরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠন, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজ উন্নয়নে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে DYDF বরিশাল জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।