নরসিংদীর ৫টি আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময় সবকটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।নির্বাচনকে ঘিরে জেলার শতাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ও আইনশৃঙ্খলা বাহিনী বডি ওন ক্যামেরা ব্যবহার করবে বলে জানান রিটার্নিং অফিসার।