শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আপত্তিকর কোনো কিছু থাকলে তা নিয়ে সংসদীয় কমিটির সভায় বসে আলোচনা করে সমাধান করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনে কথা বলার স্বাধীনতা হরণ হয় এমন কোনো বিষয় রাখা হবে না। আমরা মানুষের কথা বলার অধিকার হরণ করবো না।
এ ব্যাপারে আগামী ২২ মে সাংবাদিকদের তিন সংগঠনের সাথে বৈঠক হবে বলেও জানান তিনি।