রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
আশুলিয়া, সংবাদদাতা: সাভারে তুরাগ এলাকায় একটি প্রাইভেটকার দুই মোটরসাইকেল আরোহী কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় । মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এদেরে মধ্যে একজন গ্রাম্য ডাক্তার ও অন্যজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াজ নগর গ্রামের সামছুল আলম সোনামিয়ার ছেলে মেহেদী হাসান বাবু (২৭) ও রাজশাহী জেলার তানোর থানার কান্নাপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (২৮)। পুলিশ জানায়, রাতে হেমায়েতপুর থেকে দুই মোটরসাইকেল আরোহী ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে মিরপুর যাচ্ছিলেন। পরে তাদের বহনকারী মোটরসাইকেলটি আমিনবাজারের তুরাগ এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রæত গতির একটি প্রাইভেট কার তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহতদের দ্রæত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, প্রাইভেটকারটি আটক করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।