বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৬২৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই বেছে নিয়েছে বিএনপি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল আরও বলেন, প্রার্থী হতে যে পাঁচজন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তারা সবাই যোগ্য। তবে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তাবিথই বেশি যোগ্য প্রার্থী। তাই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পেয়ে তাবিথ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী আইন মেনে এখনও কোনো ধরনের প্রচার শুরু করা হয়নি। শিগগিরই মেনিফেস্টো ঠিক করে গণমাধ্যমের সামনে আসবো।’

এর আগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সোমবার তারা দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফরম জমা দেন।

সকাল সাড়ে ১০টায় প্রথম তাবিথ আউয়াল মনোনয়ন ফরম জমা দেন। পরে মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com