বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ঢাকাগামী ১৪১ যাত্রী নিয়ে সৌদি বিমানের জরুরি অবতরণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৪৪৯

ভিশন বাংলা ডেস্কমদিনা থেকে ঢাকায় আসার পথে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এ ৩৩০-২০০) যান্ত্রিক ক্রটির কারণে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। তবে সব যাত্রীই অক্ষত রয়েছেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে ‘নোজ গিয়ারে’ সমস্যা দেখা দেয়ায় ফ্লাইটটি জরুরি অবরতণে বাধ্য হয়।

এ ঘটনায় বিমানটির সামান্য ক্ষতি হলেও সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে খবরে জানানো হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুরাহমান আল-তাইয়েবকে উদ্ধৃত করে সৌদি গেজেটের খবরে বলা হয়, মদিনা থেকে রাত ৮টায় উড্ডয়নের পরপরই ফ্লাইট এসভি ৩৮১৮-এ হাইড্রলিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। ওই পরিস্থিতিতে পাইলট গতিপথ বদলে জেদ্দায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। জেদ্দার আকাশে ঘণ্টাখানেক চক্কর দিয়েও পাইলট জটিলতা ঠিক করতে না পারায় সামনের লান্ডিং গিয়ার ভেতরে রেখেই উড়োজাহাজটি বিমানবন্দরের ইমার্জেন্সি রানওয়েতে অবতরণ করেন।

এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com