বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

বাকশাল পদ্ধতির প্রশ্নই উঠে না: তথ্যমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৪৫৩

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন ‘দেশে বাকশাল পদ্ধতি হওয়ার কোনও প্রশ্নই উঠে না। সাংবিধানিক ক্ষেত্রে তার কোনো বাস্তব রূপ নেই। গণতান্ত্রিকভাবে বিএনপিসহ সকল দল সুযোগ গ্রহণ করছে। এখানে কোনও একদলীয় শাসন নেই।’

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে মতবিনিয়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, সামরিক সরকারের আমদানি করা জঙ্গি, যুদ্ধাপরাধী, জামায়াত, আগুন সন্ত্রাসী এবং তাদের মিত্র বিএনপি রাজনীতি ও গণতন্ত্রের জন্য ভয়াঙ্কর বিপজ্জনক।এদেরকে কিভাবে রাজনীতি এবং ক্ষমতার বাইরে রাখা যায় সেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। নির্বাচনে আসা বা না আসা নিয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। কৌশল হিসেবে নির্বাচনের নামে ওই পাঁচ দানব গণতন্ত্রের টুপি পরে মিথ্যাচারকে বেছে নিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com