সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
মংলায় দেশীয় ৫টি অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জনজামসহ একজনকে আটক করেছে র‌্যাব

মংলায় দেশীয় ৫টি অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জনজামসহ একজনকে আটক করেছে র‌্যাব

ফিরোজ আহম্মেদ.মংলা প্রতিনিধি: মংলায় দেশী তৈরী ৫টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জনজামসহ এক আস্ত্র ব্যাবসায়ী ও সরবরাহকারীকে আটক করেছে র‌্যাব-৮। ২৩ জুলাই সোমবার রাতে মংলা বন্দরের পিকনিক কর্নার ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক অস্ত্র তৈরী ও ব্যাবসায়ীকে বরিশাল র‌্যাব হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকালে মংলা থানায় সোপর্দ করেছে র‌্যাব সদস্যরা। থানায় মামলা দায়েরের পর আজ তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানায় মংলা পুলিশ।
র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বনদস্যু, জলদস্যু, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র ও সুন্দরবন দস্যু মুক্তসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ও শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে র‌্যাবের অব্যাহত প্রচেষ্টার ধারাবাহিকতায় গত ২৩ জুলাই রাতে র‌্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সংবাদ পায়। এ গোপন সংবাদের সুত্রে জানতে পারে মংলার বন্দরের পশুর নদীর পাড়ে পিকনিক কর্ণার ঘাট নামক এলাকায় একজন অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহকারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযান দলটি ওই স্থানের কাছাকাছি পৌছালে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে ওই ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্ট করে। এ সময় আভিযানে থাকা র‌্যাবের দলটি ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটককালে তার নাম মোঃ মজিবর রহমান (৫৫), পিতাঃ মৃতঃ তোফাজ উদ্দিন বলে জানায় এ অস্ত্র তৈরী ও সরবরাহকারী। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন’র সহায়তায় আটক ব্যাক্তির সাথে থাকা প্লাষ্টিকের বর্তি একটি বস্তায় তল্লাশী চালিয়ে ৫টি পাইপগান, ১টি লোহা কাটার মেশিন, ৪টি লোহা কাটার ব্লেড, ১টি স্যান্ড পেপার, ১টি ছোট কুঠার, ১টি ছোট হ্যামার, ৫টি লোহার পাইপ, ১টি বাটালি, ১টি কিনিং রড, ১টি রিকয়েল স্প্রিং, ১টি ছুড়ি, ১টি মোবাইল, ২টি সীম ও নগদ ১,১২৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সম্পর্কে জিজ্ঞাসাবাদে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পেরে এক পর্যায় সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র তৈরি করে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এ ব্যাপারে আটককৃত অস্ত্র তৈরী ও সরবারহকারী মজিবুর রহমানকে ও উদ্ধারকৃত মালামালসহ মংলা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও র‌্যাব-৮ বরিশাল’র জেলেদের নিরাপত্তা, দস্যু দমন বা এ ধরণের অস্ত্র উদ্ধার অভিযান ইতি পুর্বেও ছিল এখনও চলছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব-৮, এর উপ-অধিনায়ক খানঁ সজিবুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com