শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে দিন দিন সম্প্রসারিত হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের এতে সম্ভাবনাময় এই শিল্পে শ্রমিকরা সরকারিভাবে প্রশিক্ষন পেয়ে আর্ন্তজাতিক মানের জাহাজ ও নির্মাণ করতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভৌগলিক কারনে পিরোজপুরের ৭ টি উপজেলার চারদিকেই রয়েছে নদী এর মধ্যে নেছারাবাদ উপজেলার সন্ধা নদীর দুই তীর গড়ে উঠেছে জাহাজ নির্মানের ডকইয়ার্ড এসব ইয়ার্ডে কম খরচে উন্নত মানের লঞ্চ বডি,বলগেট সহ ছোট- বড় বিভিন্ন আকৃতির জাহাজ ও ট্রলার নির্মান করা হচ্ছে তাই সাশ্রয়ী হওয়ায় জাহাজ কিনতে ও মেরামত করতে দুর দূরান্ত থেকে আসেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা প্রায় ৩০ বছর আগে এই শিল্পের যাত্রা শুরু হলেও সম্পতি এই বানিজ্যিকভাবে প্রসারিত হয়েছে আর এর সাথে যুক্ত থেকে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের কিন্তু শ্রমিকরা বলছেন শুধু অভিজ্ঞতা নয় সরকারিভাবে প্রশিক্ষন পেয়ে আন্তজাতিক মানের জাহাজ ও তৈরি করতে পারবেন তারা আবশ্য ডকইর্য়াগুলো আর উন্নত ও শ্রমিকদের প্রশিক্ষনের নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিরোজপুর বলেন আমাদের টেকনিকাল যে স্কুলটি আছে সেখানে নাভাল আর্কিটেকচার এর প্রশিক্ষনের জন্য সুপারিস করব উর্ধ্বতল কর্মকতাদের সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর দুই পাড়ে ছোট- বড় ২৫ টি ডকইর্য়াডে ৮থেকে ১০ হাজার শ্রমিক কাজ করেন এটি বড় আকারের জাহাজ তৈরিতে সময় লাগে ৯ থেকে ১০ মাস এখন পর্যন্ত ডকইর্য়াডে সর্বোচ্চ ২৫০ ফুট দীর্ঘ জাহাজ নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ৬ থেকে ৭ কোটি টাকা