বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চার দিনে গ্রেপ্তার ২৪৩৩ গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মহান বিজয় দিবস উপলক্ষে DYDF বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশ সুপার মহোদয়ের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

ভিকারুননিসার পরিচালনা কমিটির ক্ষমা প্রার্থনা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৭

নিজস্ব প্রতিবেদক: অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় নিহতের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি। অরিত্রী এই নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণীতে পড়ত। শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভের মুখে আজ বৃহস্পতিবার পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই।’

এদিকে গত দুই দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসছিল শিক্ষার্থীরা। তারা পরিচালনা কমিটির পদত্যাগ দাবি করেছে। ছাত্রীরা জানায়, তারা যে ছয় দফা দাবি জানিয়েছে, তার মধ্যে কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। এতে তারা সন্তুষ্ট। বাকি দাবিগুলোরও বাস্তবায়ন চায় তারা। আজই অরিত্রী বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য পরিচালনা কমিটির সদস্যদের পদত্যাগ এবং তাদের কাছে কর্তৃপক্ষের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। এরপরই পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়।

পদত্যাগের দাবির বিষয়ে গোলাম আশরাফ তালুকদার বলেন, ‘প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে পদত্যাগ করতে হলে আমি পদত্যাগ করব। পুরো পরিচালনা কমিটির পদত্যাগের বিষয়টি বোর্ডের মিটিংয়ে উত্থাপন করা হবে। তারপর যে সিদ্ধান্ত হয়।’

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে  গোলাম আশরাফ বলেন, ‘শিক্ষকদের গ্রেপ্তার বা অন্যান্য বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চলছে। আমিও চাই, এটি আইনগত প্রক্রিয়ায় চলুক। এই ধরনের ঘটনা আইনের প্রক্রিয়ায় আনা উচিত। যেন ভবিষ্যতে কোনো বাবা–মায়ের বুক যেন খালি না হয়। আমরা চাই, শিক্ষার্থীরা ফিরে আসুক। তবে কাউকে জোর করা যাবে না। তারা নিজের ইচ্ছায় পরীক্ষা দিক।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com