মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

সিলেট সিক্সার্স অধিনায়কের চোখ শিরোপায়

সিলেট সিক্সার্স অধিনায়কের চোখ শিরোপায়

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের প্রথম অংশগ্রহণেই বাজিমাত করতে চান অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগের দিনই ঢাকায় এসেছেন এই ব্যাটিং বিস্ময়, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে অনুশীলন করেছেন সিলেট সিক্সার্সের সতীর্থদের সাথে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণার আয়োজনে।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও ফ্র্যাঞ্চেচাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের ওবায়েদ।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সিলেট সিক্সার্সের হেড কোচ, সাবেক পেস বোলিং লিজেন্ড ওয়াকার ইউনুস। সংবাদ মাধ্যমকে ডেভিড ওয়ার্নার বলেন, ‘এক ঝাঁক পরীক্ষিত দেশী-বিদেশী ক্রিকেটার দলে রয়েছে। দলের অনেকেই এ ফরমেটের জন্য বেশ অভিজ্ঞ, যারা পৃথিবীর নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে অভ্যস্ত। আমার ব্যাক্তিগত একটা লক্ষ্য আছে, বিপিএলে নিজের প্রথম অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চাই। তাই শিরোপা জয়ই আমাদের লক্ষ্য।’সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন, ‘বিপিএলের জৌলুস বাড়াবে এমন ক্রিকেটারের খোঁজে আমরা ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচীর পরও অনেক তারকা এবারকার বিপিএল খেলবে। আমরা খুব লাকি ওয়ার্নার আমাদের দলে খেলবেন। গেলোবার দারুণ শুরুর পরও শিরোপার শেষ লড়াইয়ে আমরা ছিলাম না। এবার শিরোপা জেতার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিশ্বসেরা কোচ, বিশেষজ্ঞ কোচ, ট্রেনার, ফিজিও, অ্যানালিস্ট সিক্সার্সে যুক্ত হয়েছে। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা।’এবারকার বিপিএলে সিলেট সিক্সার্সের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com