বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানো হয়েছে। আজ রবিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সিদ্ধান্ত নেন বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব আবু হেনা মোরশেদ জামান জানান।
তিনি জানান, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে গিয়েছিল বলে কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ১০ দিনের সময় বাড়ানোর আবেদন করেন ব্যবসায়ীরা। কিন্তু সামনে এসএসসি পরীক্ষা থাকায় তা থেকে কমিয়ে চার দিন সময় বাড়ানোর পক্ষে মত দেন বাণিজ্যমন্ত্রী।