অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের ড্রাইভার সহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।
বৃহস্পতিবার সকাল ১০:৩০ টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও মজিবর রহমান (৩৭)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর এলাকায় পৌঁছলে সোনার বাংলা পরিবহন কে অভার ট্রেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী।
পরে আহতদের ফায়ার সার্ভিস উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মফিদার রহমান ও সদর থানার ওসি অপারেশন গোলাম মরতুজা।