সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
ডেস্ক নিউজ: সৌদি আরব থেকে যৌন হয়রানিসহ নানা নির্যাতনের শিকার আরও ৬৪ নারী শ্রমিক দেশে ফিরে এসেছে।
সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত এসব শ্রমিক সোমবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের গ্রহণ করেন।
ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ‘সেইফ হোমে’ আশ্রয় নেওয়া এই নারীদের ফেরত পাঠানো হয়। তারা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চেয়েছিল, তাই দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ডেস্কের দায়িত্বরত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সৌদি আরব থেকে ফেরত আসা নারী শ্রমিকদের সবারই নিয়োগকর্তার বিরুদ্ধে কোনো না অভিযোগ ছিল।