মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
তেলের খালি ড্রাম ভর্তি ১৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২

তেলের খালি ড্রাম ভর্তি ১৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২

ভিশন বাংলা ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা থেকে নসিমনে করে আনা তেলের খালি ড্রাম ভর্তি ১৩৬৫ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা থেকে আটক করেছে র‌্যাব-২।
মাদক, সন্ত্রাস ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানকে বাস্তবায়নের লক্ষ্যে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন বিভিন্ন সময়ে সাঁড়াশি আক্রমণ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব মাদক উদ্ধারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
অদ্য ৩১/৮/২০১৯ খৃঃ দুপুর ১৩.০০ র‌্যাব ২, সিপিসি-৩, বসিলা মোহাম্মদপুর, ঢাকা এর কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, বিপিএম, পিপিএম গোপণ সংবাদ মাধ্যমে জানতে পারেন, একদল মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা চুয়াডাঙ্গা থেকে একটি ইঞ্জিন চালিত নসিমন ভ্যানে করে বড় ধরণের একটি ফেন্সিডিল চালান ঢাকার মোহাম্মদপুর এর উদ্দেশ্যে আসছে। এমন সংবাদ পেয়ে চালানটি ধরার জন্য ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন বছিলা ব্রীজের পূর্ব পাশ্বে র‌্যাব-২ এর আভিযানিক দল অবস্থান গ্রহণ করে চেক পোস্ট স্থাপন করে সন্দেহ জনক যানবাহন তল্লাশী কার্য শুরু করে। অনুমান ১৪.০০ টায় একটি নসিমন ভ্যান বসিলা ব্রীজের পশ্চিম দিক হতে চেক পোষ্ট এর দিকে এগিয়ে আসলে ৩ জন লোক সহ নসিমন ভ্যানটি চেক পোষ্টের কাছে থামার সংকেত দিলে নসিমন ভ্যানের  উপর ২টি নীল রংয়ের তেলের ড্রাম দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে জানা যায় তারা চুয়াডাঙ্গা’র দর্শনা থেকে ড্রামের ভিতর বিশেষ কায়দার ১৩৬৫ বোতল ফেন্সিডিল ভর্তি করে ঢাকায় তাদের ঢাকাস্থ ডিলারের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চালান নিয়ে এসেছে।

পরবর্তীতে তাদের বক্তব্য মত স্থানীয় সাক্ষীদের সম্মুখে নসিমন ভ্যানে থাকা ৩ মাদক ব্যবসায়ী যথাক্রমে ১। মোঃ আশ্রাফ (৪৭),  পিতা মৃত সুলাইমান মন্ডল, সাং-সুলতানপুর (মধ্যপাড়া), ২। মোঃ শহীদুল ইসলাম (৩৪), পিতা-আজিজুল, সাং-জয়নগর (দর্শনা), ও ৩। আব্দুল লতিফ (৩৩), পিতা-রইছদ্দীন,  সাং-জয়নগর (দর্শনা), সর্ব থানাঃ-দামুরহুদা, জেলা চুয়াডাঙ্গাগণকে গ্রেফতার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, নসিমন ভ্যানে করে মাদক পাচার করায় তারা সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারে। আসামীরা জানায়, নসিমন ভ্যান যোগে মহাসড়ক এড়িয়ে আঞ্চলিক সড়ক দিয়ে রাজবাড়ীর দৌলদিয়া ফেরীঘাট হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর, সিঙ্গাইর হয়ে কেরানীগঞ্জ দিয়ে বছিলা ব্রীজ উপর দিয়ে তারা প্রতি সস্তাহেই  ফেন্সিডিলের বড় বড় চালান এনে থাকে। আসামীরা পরষ্পর যোগসাজশে উক্ত ফেন্সিডিল সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা থেকে ঢাকা শহরে এনে বিভিন্ন পাইকারদের মাধ্যমে ক্রয়-বিক্রয় করে অবৈধভাবে লাভবান হয়ে থাকে।
ধৃত আসামীগণ বর্ণিত পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর ১৪ (গ)/২৫ ধারায় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com