রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।