রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
রায়ের কপি পাওয়ার পর আমরা আপিলে যাব, বাকিটা হাইকোর্টের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
এছাড়া রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেগম খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা আপিল করব। সোমবারের ভেতর আপিল করা হবে। আমরা প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছি আশা করছি আমরা হাইকোর্টে ন্যায় বিচার পাবো।
এর আগে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ বাকী আসামীদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।