রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব বরগুনার ২৬ সেতুর কাজে স্থবিরতা, জনগণের ভোগান্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ শরিফুল ইসলাম নামে এক কিশোর ৩ দিন ধরে নিখোঁজ বর্ডার-গাভাস্কার ট্রফিতে পন্টিংয়ের বাজি অজিদের পক্ষে হাট নওগাঁ নিবাসী ও পৌর চাউল ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা আনিসুর রহমান আর নেই মীর মোশাররফ হোসেন এর ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা মির্জাগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অনেকটা নিষ্ক্রিয়আইনশৃঙ্খলা বাহিনী-এই সুযোগে রমরমা মাদক বাণিজ্য চলছে
জনপ্রিয়তাই বিপদে ফেলল প্রিয়াকে

জনপ্রিয়তাই বিপদে ফেলল প্রিয়াকে

প্রিয়া প্রকাশ ভারিয়র। গত সোমবার থেকে লক্ষ লক্ষ পুরুষের হৃদয় শুধুমাত্র চাহনিতেই ঘায়েল করে ফেলেছেন ইনি। টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম সব জায়গায় এই নাম এখন সেরা ভাইরাল। এরই মধ্য়ে মুসলিমদের ভাবাবেগে আঘাতের অভিযোগে ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়রের মিনিট খানেকের ইশারায় ভাইরাল হওয়া ‘মানিক্য মালারায়া পুভি’ গানটির বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদের একটি মুসলিম সংগঠন।

তাদের অভিযোগ ‘মানিক্য মালারায়া পুভি’ গানের কথায় নবী মোহম্মদ (সা.) ও তাঁর স্ত্রী খাদিজাহা বিবিকে অপমান করা হয়েছে। এদিন ফ্‌লকনুমা থানায় গানটির মালায়ালম ভার্সনের সঙ্গে ইংরেজি অনুবাদটিও জমা দেওয়া হয়েছে মুসলিম যুব সংগঠনের পক্ষ থেকে।

আইপিসি ২৯৫-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে ‘মানিক্য মালারায়া পুভি’ গানটির বিরুদ্ধে। ইতোমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত হওয়া গানটি নিষিদ্ধ ঘোষণা করারও আবেদন জানিয়েছে এই মুসলিম যুব সংগঠন।

অভিযোগকারীদের দাবি, কোনো রকম প্রচারের জন্য মামলাটি করা হয়নি। তারা গানটি প্রথমে শুনেছেন। তখনই গানের কথা নিয়ে খটকা লাগে। এরপরই ইংরেজিতে অনুবাদ করে গানটির আসল মানে বোঝে তারা।

যদিও এই মামলা দায়ের হওয়ার পর সিনেমার পরিচালক ওমর লুলু জানিয়েছেন, গানটিতে মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত হানে এমন কনো কিছুই নেই। সম্প্রতি মালায়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানটি প্রকাশিত হয়েছে। যেখানে মাত্র মিনিট খানেকের জন্য প্রিয়ার মুখটি দেখা গিয়েছে। গানের বিষয়বস্তু টিন-এজ প্রেম।

হাইস্কুলে প্রথম কাউকে দেখে মনে তোলপাড় হওয়ার কথাই মিষ্টি গানে বলেছেন সুরকার শান রহমান। গেয়েছেন বিনীত শ্রীনিবাসন। সহপাঠীর সঙ্গে চোখের ইশারার যে মিষ্টি রোমান্টিক আবেশ সৃষ্টি করেছেন প্রিয়া তা গোটা গানটিকে ভাইরাল করে দিয়েছে নেট দুনিয়ায়। সূত্র-এইসময়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com