শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করলো ভ্রাম্যমান আদালত গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮কোটি টাকা পাচারের অভিযোগ বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া গাজীপুরে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিকের উপর হামলা: রিপোর্টার তুহিন নিহত, আরেকজন গুরুতর আহত দেশবরণ্য সাংবাদিক সাঈদুর রহমান রহমান রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী মিনিবাস পুকুরে উল্টে আহত ২০,নিখোঁজ ১ মোহনপুরে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে কোল্ড স্টোরেজে ডাকাতি, টাকাসহ মালামাল লুট ভূমি অধিগ্রহণে ঘুষ বাণিজ্য, নরসিংদীতে ক্ষতিগ্রস্তদের আহাজারি
দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন: প্রধান বিচারপতি

দেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন  প্রধান বিচারপতি।

বানী অর্চনা -২০২১ উপলক্ষে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সরস্বতী পূজা উদযাপন পরিষদ পৃথকভাবে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ অংশ নেন।

সুপ্রিম কোর্ট  আইনজীবী সমিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এ দেশে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমান কাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও এ উৎসবের তাৎপর‌্য অপরিসীম।

প্রধান বিচারপতি বলেন, ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। আবহমানকাল থেকে আমাদের এ দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী ও ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সাথে মিলে মিশে বাস করছে। সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙ্গালী সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com