শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বিসিএস পরীক্ষায় ‘গহনা’ পড়ে ঢোকা যাবে না !

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১২

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন পড়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪২ তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষায় গহনা, ব্রেসলেট পড়ে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পিসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল-ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, গহনা, ব্রেসলেট ও ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, ৪২ তম বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে।

পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com