শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
মসজিদের মধ্যে ছয় শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছয় শিশুর অভিভাবকরা মসজিদ কমিটির কাছে অভিযোগও করেছে। তবে মসজিদ কমিটি ইমামের বিচার না করে কিছু অর্থের বিনিময়ে আপোষের অনুরোধ করেছেন।
ঘটনাটি ঘটেছে মরক্কোর তামারা এলাকায়। এক শিশুর বাবা ওই ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও করেছেন। তিনি মামলার অভিযোগে বলেন, আমার মেয়েকে ওই ইমাম বেশ কয়েকবার তার কোলে বসতে বাধ্য করেছেন। একপর্যায়ে ধর্ষণও করেছেন।
অন্য শিশুরাও তাদের অভিভাবকে জানিয়েছে, প্রায়ই নানা অজুহাতে মেয়েদের কোলে বসতে বাধ্য করতেন ওই ইমাম। শিশুরা বাড়ি ফিরে মাবাবার কাছে বিষয়গুলো বলতেই, তাদের ওই ইমামের কাছে যেতে দেওয়া বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা।
গত ১৫ ফেব্রুয়ারি একজন অভিভাবক মসজিদে যাওয়ার পর, ইমামের কোলে এক মেয়েকে বসে থাকতে দেখেন। ওই মেয়েশিশুর বয়স বছর দশেক হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইতোমধ্যেই পুলিশ এসে ওই ইমামের কাছে পড়তে যাওয়া শিশুদের বয়ান শুনেছে। পুলিশ এ ব্যাপারে ইমামের মন্তব্য জানতে চাইলে তিনি নিশ্চুপ ছিলেন।