শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদমাধ্যমের অফিসে ইসরাইলি হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের নিন্দা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২২৪

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা সিটির আল জালা ভবন লক্ষ্য করে ইসরাইলের বর্বর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় প্রেসক্লাব। ১২ তলা বিশিষ্ট ভবনটি এপি, আল-জাজিরাসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় জাতীয় প্রেসক্লাবের নেতারা যোগদান করেন। ইসরাইলি হামলায় ১২ তলা বিশিষ্ট আল জাজিরা ভবনটি মাটির সঙ্গে মিশে যায়।

সভায় জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ ইসরাইলের বর্বর হামলার মধ্যে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এতে তারা ইসরাইলি হামলায় ফিলিস্তিনের হতাহতের জন্যও গভীর শোক ও সমবেদনা জানান।

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ গাজা সিটির সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com