রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শাহ আলী থানাধীন নবাবের বাগ এলাকার বেড়িবাঁধসংলগ্ন জ্যাক গাড়ির ওয়ার্কশপের বিপরীত পাশের একটি মেহগনি গাছের আনুমানিক ২০-২৫ ফিট উঁচুতে একটি ডালে অজ্ঞাতনামা ৩৮-৪০ বছরের একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। তখন স্থানীয়রা শাহ আলী থানায় খবর দেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায় খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামান, এডিসি এ জেড তৈমুর রহমান, এসি মিজানুর রহমান, এস আই মো. রইজ সঙ্গীয় ফোর্স।
ঘটনাস্থলে এসে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে ঝুলন্ত লাশটিকে নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামানের কাছে লাশের পরিচয় ও হত্যা না আত্মা হত্যা- এ বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে বলা যাবে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে কিছু বলা যাবে না।
লাশের পরিচয় ও স্বজনদের পাওয়া গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
https://youtu.be/ifRtWRyO-_g