সোমবার, ২১ Jul ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে সবশেষ গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১ জন। এসময়ে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩৭৩ জন রোগী। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। সবমিলিয়ে এ ভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯২১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।