রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন নির্ধারত ভ্যাট কমানোর দাবিতে নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন আন্তঃ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা হাউস সিরাজগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত বছর না ঘুরতেই ভেঙ্গে দিল রাস্তা! জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বাংলাদেশ শান্তির দল কর্তৃক আয়োজিত “রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক করণীয়” শীর্ষক সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রাম উলিপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা

স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। যে কারণে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। শেষ ম্যাচে অধিনায়ক হিসাবে টসে আসেন শান্ত এবং টস জিতে প্রথমে ব্যাট কারার সিদ্ধান্ত নেন তিনি। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় তারা।সিরিজ বাঁচানোর মিশনে টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত করেই বলা যায়। কারণ ইতোমধ্যেই স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস বিশ্রাম নিয়েছেন। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।তাছাড়া তাসকিন পেটের পিড়ায় ছিটকে গেছেন। চোট নিয়ে শঙ্কায় আছেন মেহেদি হাসান মিরাজও। তাদের বদলে বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার খালেদ আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে।শেষ ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যেতে পারে দুই তরুণ ওপেনারকে। তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন জাকির হাসান। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।মিডল অর্ডারে কিছুটা স্বস্তি থাকছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকবেন তাওহীদ হৃদয়। সাকিব না থাকায় অন্তত ৫ বোলার নিয়ে একাদশ সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে দুই স্পিনার শেখ মেহেদি ও নাসুম আহমেদের সঙ্গে থাকবেন তিন পেসার- শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

 

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com