রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছেলের ব্রেনওয়াশের চেষ্টার অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রী মিমের পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ আন্দোলনে নামা দলগুলোর উদ্দেশ্যে সরকারের নতুন বার্তা সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ১৫ শহরে পাকিস্তানের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ মুন্সিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ ১২-ই রবিউল আওয়াল। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)। ইসলামের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস। প্রায় সাড়ে ১৪শ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.)। তার জন্ম এমন এক সময় যখন গোটা আরববিশ্ব হানাহানি আর অন্যায়-অত্যাচারে ডুবে ছিলো। দীর্ঘ তপস্যার পর ৪০ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। এরপর ইসলামের ধর্মের শান্তির বাণী প্রচার করে সারা বিশ্বে আলোরন সৃস্টি করেন। ইসলামের বার্তায় সব ধরণের কুসংস্কার, অন্যায়- অত্যাচার ও দাসত্বের শিকল থেকে মুক্ত হয়ে মানবতার স্বাদ নেয় আরব জাতি। দীর্ঘ ২৩ বছর ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখেই ইহলোক ত্যাগ করেন মুহাম্মদ (সা.)। এ উপলক্ষে দিনটি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। সে আলোকে ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরা অত্র ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।পরে জামে মসজিদে সকাল ১০ঘটিকায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনূষ্ঠনের আয়োজন করেন। অনুষ্ঠানে পরিচালক এনামুল খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। আরো আলেচনা করেন অতিথি বক্তা-মাওলানা হাফেজ আব্দুস সালাম, হাবিলদার মোঃ সরোয়ারদী পেশ ইমাম, ল্যান্স নায়েক মোঃ আসাদুজ্জামান, ব্যাটালিয়ন আনসার মোঃ শওকত হোসাইন। অনুষ্ঠানে হামদ্, নাথ, গজল পরিবেশন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান,ব্যাটালিয়ন আনসার মোঃ রিয়াজ, ব্যাটালিয়ন আনসার মোঃ শাকিল আহাম্মেদ, ব্যাটালিয়ন আনসার মোঃ শাহজাহান আলী, ব্যাটালিয়ন আনসার মোঃ আশিকুর রহমান, ল্যান্স নায়েক মোঃ শামীম পারভেজ, ব্যাটালিয়ন আনসার আব্দুল বারেক। আলোচনা শেষে অংশগ্রহনকারী সকলকে পরিচালক এনামুল খাঁন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে পরিচালক এনামুল খাঁন সকলের সাথে যোহরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মোনাজাতে অংশ গ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন অতিথি মাওলানা হাফেজ আব্দুস সালাম।অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্ত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com