মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বিয়ের নাটক সাজিয়ে নারীদের পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী নারীর সাথে চলতি বছরের জানুয়ারী মাসে সাভারের গার্মেন্টেসে চাকরীকালীন অবস্থায় মোঃ সবুজ (২৯) নামের একজনের সাথে পরিচয়ের সূত্র ধরে বিউটি পার্লারে কাজের প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে তার সাথে ঘণিষ্ট সম্পর্ক তৈরী হলে বিয়ের প্রলোভন দিয়ে সে তরুণিকে ধর্ষন করে। ধর্ষণের বিষয়টি আমি মানসিকভাবে মানতে না-মানলে সে তরুনিকে বিয়ে করে সংসার শুরু করে।
হঠাৎ করে গত ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে বেড়ানোর কথা বলে ময়মনসিংহ গাঙ্গীনারপার গিয়ে তরুণিকে একটি বাসায় রেখে সবুজ ঢাকায় পালিয়ে আসে। ভুক্তভোগী তরুণি ওখানে বসে জানতে পারে সবুজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তরুণিকে বিক্রি করে দিয়েছে। সেখানে তরুণিকে জোরপূর্বক মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
তরুণি দীর্ঘ ২ মাস ২৭ দিন আটক থাকার পর সুযোগ বুঝে পালিয়ে আসে। এসে জানতে পারে তরুণির সাথে প্রকৃত বিয়ে হয়নি ওটা ছিল বিয়ের সাজানো নাটক। এই চক্রটি এমন নাটক সাজিয়ে তরুণিদের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে আসছে।