বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার ফাঁদে কোটিপতি হওয়ার লোভে নিঃস্ব গৌরীপুরবাসী গোপালগঞ্জে হত্যা মামলায় ৪ সন্তানের জনক জামাল মিয়া আটক ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ জানুয়ারির প্রথম দিকেই নতুন বই পাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মোৎসব পালিত কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশী মদসহ ২ জন আটক কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর উপদেষ্টা হওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুললেন উপদেষ্টা ফারুকী অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাধারণ বীমার পরিচালক মিজানের নিয়োগ বাতিলের দাবী
নওগাঁয় বাজপাখির আক্রমণে শিমুল নামে এক শিক্ষার্থী আহত

নওগাঁয় বাজপাখির আক্রমণে শিমুল নামে এক শিক্ষার্থী আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে তাওহিদুল ইসলাম শিমুল (১২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তাওহিদুল ইসলাম শিমুল গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চকরাজাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।শিক্ষার্থী শিমুলের বাবা এরশাদ আলী বলেন, বুধবার সকাল ৯টার দিকে ছেলে শিমুল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় সে বাজপাখির আক্রমণের শিকার হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, মৎস্যজীবীপাড়ার অদুরে শিক্ষার্থী শিমুলের বাইসাইকেলের চেইন পড়ে যায়।

এ সময় শিমুল সাইকেল থেকে নেমে তা ঠিক করছিল। হঠাৎ বাঁশ ঝাঁড়ে থাকা বিশাল আকৃতির একটি বাজপাখি তাকে আক্রমণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন বাজপাখিকে মেরে শিমুলকে উদ্ধার করে। গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষক গোলাম শহীদ বলেন, ‘বাজপাখির আক্রমণের শিকার হয়ে শিক্ষার্থী শিমুল আহত হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। বর্তমানে সে সুস্থ আছে।’ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালের জরুরী বিভাগে শিক্ষার্থী শিমুলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
নওগাঁ #

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com