মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
ডেস্ক নিউজ: নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলার ১১টার দিকে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিন বাহিনীর একটি সু-সজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীরা দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন। তিন বাহিনীর প্রধানও এ সময় উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও বেলা ১১টা ২০ মিনিট স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।গতকাল সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নেন নবগঠিত মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।