শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
দিলীপ কুমার দাস (গৌরীপুর) ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে তিন গ্রামে প্রায় অর্ধশত বাড়িঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকজনেরা খোলা আকাশের নীচে বসবাস করছে। স্থানীয় সূত্রে জানাযায় শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উল্লেখিত ইউনিয়নে সরিষাহাটি, বাঙ্গুরীহাটি ও গিধাঊষা গ্রামের উপর দিয়ে শিলা বৃষ্টিসহ প্রচন্ড বেগে ঝড় বয়ে গেছে। ফলে সরিষাহটি গ্রামের অনেকের ঘরের চালা-বেড়া, গাছ-গাছালিসহ বাঁশঝাড় উড়ে যায়। এছাড়া গিধাঊষা গ্রামের মসজিদের চালাও বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান জানান, “ঝড়ে তিন গ্রামে প্রায় অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।” সরজমিনে ঘুরে দেখা গেছে ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার জানান ঝড় ও শিলা বৃষ্টিতে এই এলাকায় ফসলের তেমন কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।