শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয় ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ কুষ্টিয়ায় দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল গ্রেফতার। কাফরুলে শ্রমিক আন্দোলনে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন
ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্বাবধানে দেশব্যাপী স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিক্ষণ কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার(২ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্সুচির মধ্য দিয়ে শেষ হয় মাসাধিককালব্যাপী এ আয়োজন।

মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়া শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিখন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোজাম্মেল হক বাবলু, সাইফুল ইসলাম বাবু, বিধান চন্দ্র দাস ও পলাশ চন্দ্র রায় প্রেম।

জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক পরিচালিত মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কেএম কামরুজ্জামান সেলিম ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস।

উল্লেখ্য, কর্মসুচির আওতায় জেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com