রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত অটো থেকে নামিয়ে জিম্মি, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই—জলঢাকায় শামীম ইসলামের অভিযোগে চাঞ্চল্য কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া, এলাকাবাসীর ক্ষোভ বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে শেষ হলো জেলা শিল্পকলা একাডেমির স্কুল-কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচী

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্বাবধানে দেশব্যাপী স্কুল,কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিক্ষণ কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার(২ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্সুচির মধ্য দিয়ে শেষ হয় মাসাধিককালব্যাপী এ আয়োজন।

মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়া শুদ্ধভাবে জাতীয় সংগীত ও বাংলা সংগীত শিখন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোজাম্মেল হক বাবলু, সাইফুল ইসলাম বাবু, বিধান চন্দ্র দাস ও পলাশ চন্দ্র রায় প্রেম।

জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক পরিচালিত মাসাধিককালব্যাপী চলা শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মসুচির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কেএম কামরুজ্জামান সেলিম ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস।

উল্লেখ্য, কর্মসুচির আওতায় জেলার মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com