বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লীতে অজ্ঞাত দুই কিশোর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে এবং একজন মারাত্মক আহত হয়েছে। আজ বুধবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা কালের কণ্ঠকে জানান, সকাল নয়টার দিকে ১৪ থেকে ১৮ বছরের তিন কিশোর ঈদের পোশাক পরে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। তারা মহেশপুর উত্তরপাড়া ঈদগাঁ মাঠের নিকটবর্তী দুরত্ব গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা দেয়। এতে তিনজনই মারাত্মক আহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুভ্রাশু সরকার দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মারাত্মক আহত অচেতন অপর কিশোরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।