শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আকমল আলী রোডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
সব বাধা পেরিয়ে আফগানদের ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ

সব বাধা পেরিয়ে আফগানদের ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ

ভিশন বাংলা ডেস্ক:বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ দল। সব বাধা পেরিয়ে আফগানদের ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত আউটের পরেও ৭ উইকেটে ২৬২ রান তোলে বাংলাদেশ। ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে আফগানিস্তান। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসে আফগান দুই ওপেনার।
তবে সাকিবের প্রথম ওভারে ৪৯ রানে মাথায় ঝলে ওঠা রহমত শাহ ফিরে যান। ৩৫ বলে ৩টি চার হাঁকিয়ে ২৪ রান করেন তিনি।

একাদশ ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফিরিয়ে আফগানদের শুরুর জুটি ভাঙেন সাকিব। স্কিড করা লেংথ বল পুল করতে চেয়েছিলেন রহমত। টাইমিং করতে পারেননি, মিড অনে ধরা পড়েন তামিম ইকবালের হাতে। ভাঙে ৪৯ রানের জুটি।

এরপর হাশমতউল্লাহ শাহিদিকে ফেরান মোসাদ্দেক হোসেন। দারুণ স্টাম্পিং করেন মুশফিক। ঝুলিয়ে দেওয়া বল ব্যাটে খেলতে না পেরে একটু এগিয়ে গিয়েছিলেন শাহিদি। মুশফিক ফেলে দেন বেলস। ভাঙে ৩০ রানের জুটি।

৩১ বলে ১১ রান করেন শাহিদি। গুলবাদিন নাইবকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন দারুণ বোলিং করে যাওয়া সাকিব আল হাসান। অফ স্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভ মাটিতে রাখতে পারেননি আফগান অধিনায়ক। এই ধরনের শটের জন্যই শর্ট কাভারে দাঁড় করানো হয়েছিল লিটন দাসকে। চমৎকার এক ক্যাচ নেন তিনি। ৭৫ বলে তিন চারে ৪৭ রান করে ফিরেন নাইব।

গুলবাদিন নাইবকে ফেরানোর পর একই ওভারে মোহাম্মদ নবিকে বোল্ড করে বিদায় করেন সাকিব। আগের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ খেলা নবি এবার রানের খাতা খুলতে পারেননি। অফ স্টাম্পের একটু বাইরে পড়ে স্কিড করে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ব্যাটে খেলতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে।

এর কিছুক্ষণ পর আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানকে ফিরিয়ে দেন সাকিব। এই অলরাউন্ডারের বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের ক্যাচে পরিণত হন আসগর। প্যাবিলিয়নের পথ ধরার আগে ৩৮ বলে ২০ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৬৩ রানের লক্ষ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com