রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
একাদশ ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফিরিয়ে আফগানদের শুরুর জুটি ভাঙেন সাকিব। স্কিড করা লেংথ বল পুল করতে চেয়েছিলেন রহমত। টাইমিং করতে পারেননি, মিড অনে ধরা পড়েন তামিম ইকবালের হাতে। ভাঙে ৪৯ রানের জুটি।
এরপর হাশমতউল্লাহ শাহিদিকে ফেরান মোসাদ্দেক হোসেন। দারুণ স্টাম্পিং করেন মুশফিক। ঝুলিয়ে দেওয়া বল ব্যাটে খেলতে না পেরে একটু এগিয়ে গিয়েছিলেন শাহিদি। মুশফিক ফেলে দেন বেলস। ভাঙে ৩০ রানের জুটি।
৩১ বলে ১১ রান করেন শাহিদি। গুলবাদিন নাইবকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন দারুণ বোলিং করে যাওয়া সাকিব আল হাসান। অফ স্টাম্পের বাইরের বল কাভার ড্রাইভ মাটিতে রাখতে পারেননি আফগান অধিনায়ক। এই ধরনের শটের জন্যই শর্ট কাভারে দাঁড় করানো হয়েছিল লিটন দাসকে। চমৎকার এক ক্যাচ নেন তিনি। ৭৫ বলে তিন চারে ৪৭ রান করে ফিরেন নাইব।
গুলবাদিন নাইবকে ফেরানোর পর একই ওভারে মোহাম্মদ নবিকে বোল্ড করে বিদায় করেন সাকিব। আগের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ খেলা নবি এবার রানের খাতা খুলতে পারেননি। অফ স্টাম্পের একটু বাইরে পড়ে স্কিড করে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ব্যাটে খেলতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে।
এর কিছুক্ষণ পর আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানকে ফিরিয়ে দেন সাকিব। এই অলরাউন্ডারের বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বিরের ক্যাচে পরিণত হন আসগর। প্যাবিলিয়নের পথ ধরার আগে ৩৮ বলে ২০ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৬৩ রানের লক্ষ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান।