শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ফ্রান্সে মসজিদে গুলি, বন্দুকধারীর আত্মহত্যা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টের এক মসজিদের ইমামসহ ২ জন আহত হয়েছে। হামলার পর হামলাকারী নিজে মারা যায়। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর এবিসি নিউজের।

এই হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় বলে খবরে বলা হয়েছে। হামলার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পুরো দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

দেশটির সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। এতে ইমামসহ দুজন আহত হন। পরে বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশের মুখপাত্র জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় বন্দুকধারী গুলি করেন। এতে ইমামসহ দুজন আহত হন। সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ তার গাড়ি ধাওয়া করে। কিছুদূর যাওয়ার পর পুলিশ তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com