রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আফগানিস্তান। লো স্কোরিং ম্যাচটি ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে দলটি পৌঁছে গেল পয়েন্ট টেবিলের চার নম্বরে। সেই সঙ্গে সেমিফাইনালের পথটা কঠিন সমীকরণে পড়ে গেল বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
আজ শনিবার ইংল্যান্ডের লিডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুলবাদিন নায়েব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে আফগানিস্তান।
এরপর তিন স্পিনার মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও রশিদ খান কাঁপন ধরান পাকিস্তানের ব্যাটিং লাইনে। গত দুই ম্যাচের দুর্দান্ত পারফর্মার বাবর আজম ও হারিস সোহেলকে মেলতে দেননি তারা। কিন্তু শেষ দিকে ইমাদের ব্যাটিং ঝড়ে ম্যাচ বের করে নেয় পাকিস্তান। ৪৯.৪ ওভারে ৭ উইকেটে ২৩০ রান করে তারা। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে দারুণ ভূমিকা রাখায় ম্যাচসেরা হয়েছেন ইমাদ।
২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফাখর জামানকে (০) হারায় পাকিস্তান। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে সে ধাক্কা সামলে নেন ইমাম উল হক আর বাবর আজম। ১৬ ওভারের শেষ বলে ৩৬ রান করা ইমামকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ নবী। নিজের পরের ওভারে এসে বাবরকেও (৪৫) বোল্ড করেন আফগান এই অফস্পিনার।
তারপরও একটা সময় ৩ উইকেটেই ১২১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে ৩৫ রানের ভেতর আরো ৩ উইকেট হারিয়ে বিপদ ডেকে আনে সরফরাজের দল। সপ্তম উইকেটে শাদাব খান আর ইমাদ ওয়াসিম ৫০ রানের জুটিতে আবারও দলকে লড়াইয়ে ফেরান।
এই জুটিটা ভাঙে শাদাবের (১১) দুর্ভাগ্যজনক রানআউটে। তবে ইমাদ ওয়াসিম একটা প্রান্ত ধরে খেলে গেছেন। শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৬ রান। রশিদ খানের ওভারের প্রথম বলটি মিস করলেও পরের বলেই বড় এক ছক্কা হাঁকিয়ে বসেন ওয়াহাব রিয়াজ। ওই ওভারে ১০ রান নেয় পাকিস্তান।
শেষ ওভারে দরকার ছিল মাত্র ৬ রান। আফগান অধিনায়ক গুলবাদিন নাইব বেশ টাইট বোলিংই করছিলেন। প্রথম তিন বলে একটি ওভার থ্রো হওয়ার পরও ৪ রানের বেশি আসেনি। কিন্তু চতুর্থ বলে ঠিকই বাউন্ডারি হাঁকিয়ে দেন সেট ব্যাটসম্যান ইমাদ ওয়াসিম।
টানা তৃতীয় জয়ে পাকিস্তান জায়গা করে নিল পয়েন্ট টেবিলের শেষ চারে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তারা। স্বাগতিকদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে চতুর্থ স্থানে সরফরাজ আহমেদের দল। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখে আগামী ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে লর্ডসে খেলবে তারা এই পর্বের শেষ ম্যাচ।