রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’ খরিপের পর রবি সবজিতে স্বপ্ন দেখছেন লালমনিরহাটের চাষিরা মাদকের অভয়ারণ্য লালমনিরহাট তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের স্মরনে দিনাজপুরে ৮ লক্ষ বৃক্ষরোপণ জামায়াতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার
রাজধানীতে ভয়ঙ্কর রুপ ধারণ করছে ডেঙ্গু

রাজধানীতে ভয়ঙ্কর রুপ ধারণ করছে ডেঙ্গু

ভিশন বাংলা ডেস্কঃ রাজধানীতে ডেঙ্গু  ক্রমেই ভয়ঙ্কর রুপ ধারণ করছে। এমনকি ডেঙ্গুর মহামারি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

অথচ এখনো সর্বস্তরে সচেতনতা বাড়েনি। হাসপাতাল ঘুরে দেখা যায় অধিকাংশ রোগীই চিকিৎসকের কাছে আসতে দেরি করছেন।

তাই কেবল কর্তৃপক্ষের দিকে আঙ্গুল না তুলে নগরবাসীকে একটু দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর সিটি কর্পোরেশন বলছে সচেতনতা বাড়াতে নেয়া হচ্ছে আরও কার্যকরী পদক্ষেপ।

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে আসেন একজন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান। দ্রুত চিকিৎসা দেয়ার পর বিকেলের আগেই অনেকটা স্বস্তিতে।

চিকিৎসক বলছেন, আর একটু দেরি হলেই হতে পারতো সর্বনাশ। এতো কিছুর পরেও চার পাঁচ দিনের টানা জ্বরে চিকিৎসা চলেছে বাড়ির পাশের ফার্মেসীর পরামর্শে।

সোহরাওয়ার্দী হাসপাতালে ওইদিন ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৬। রাজধানীতে ৮১। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ভরা মৌসুমেও সচেতনতা বাড়েনি সর্বস্তরে। বিশেষ করে নিম্নবিত্তরা এই তালিকায় বেশি।

ডাক্তাররা বলেন, জ্বর হলে সেটাকে সাধারণ জ্বর মনে করে অবহেলা করার প্রবণতা বেশি।

মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, শুধু সিটি কর্পোরেশনের ওপর ভরসা না করে নিজেদেরও সচেতন হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে এই নগরে।

সিটি কর্পোরেশনের সেই একই আশ্বাস। দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষরা বলেন, আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছি।

সরকারি হিসাবে এবারে ডেঙ্গুতে মৃতের সংখ্যা তিনজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com