রবিবার, ২০ Jul ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’ খরিপের পর রবি সবজিতে স্বপ্ন দেখছেন লালমনিরহাটের চাষিরা মাদকের অভয়ারণ্য লালমনিরহাট তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের স্মরনে দিনাজপুরে ৮ লক্ষ বৃক্ষরোপণ জামায়াতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার
প্রধান ৩ সড়কে রিকশা না চালানোর আহ্বান ডিএনসিসি মেয়রের

প্রধান ৩ সড়কে রিকশা না চালানোর আহ্বান ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৭ জুলাই) থেকে রাজধানীর যেসকল সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত হয়েছে, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘ডিএনসিসির যে দুটি রুটে রিকশা বন্ধের সিদ্ধান্ত হয়েছে, সেই রুটে ৭ জুলাই থেকে সম্পূর্ণরূপে রিকশামুক্ত থাকবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।

শনিবার ডিএনসিসির নগর ভবনে সকল বিভাগের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে গত ৩ জুলাই ঢাকার প্রধান তিনটি প্রধান সড়ক কুড়িল থেকে রামপুরা হয়ে সায়েদাবাদ পর্যন্ত মূল সড়ক, শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি, গাবতলী থেকে আসাদগেট সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার রিকশা মালিক সমিতির নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মেয়র।

সভায় রিকশা মালিক সমিতির পক্ষ থেকে ঢাকা শহরের সকল অবৈধ রিকশা তুলে দেওয়ার দাবি ওঠে। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, ‘আমরা পর্যায়ক্রমে সকল অবৈধ রিকশা রাজধানী থেকে তুলে দেব। এছাড়া আগামীকাল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সকলকে মেনে চলতে হবে।’

এর বাইরে রাজধানীতে চলাচলকারী সকল অবৈধ হিউম্যান হলার বন্ধে ট্রাফিক বিভাগকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি এলাকার সকল ফুটপাত দখলমুক্ত করতে আগামীকাল থেকে আমাদের ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। যেখানে যেখানে অবৈধ দোকান, অবৈধ দখলদার পাওয়া যাবে তাদের জরিমানা করা হবে। ফুটপাতকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করতে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘প্রগতি সরণি থেকে রামপুরা হয়ে মালিবাগ পর্যন্ত রিকশামুক্ত সড়কে ৭৪টি ক্রসিং রয়েছে। এ সকল ক্রসিংয়ের রিকশাগুলো ভেতরের রাস্তায় চলতে পারবে তবে কোনোভাবেই প্রধান সড়কে আসতে পারবে না। এরইমধ্যে বাস স্টপেজ ও গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে।’

মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য একে এম রহমাতুল্লাহ, ডিটিসিএর নির্বাহী পরিচালক রাকিবুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী আব্দুল হাই, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com