শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী নওয়াজ শরিফের মেয়ে মুসলিম লীগের (নওয়াজ) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের রিমান্ডের মেয়াদ ১৪ দিন বাড়িয়েছে লাহোর অ্যাকাউন্টেবিলিটি কোর্ট।
বুধবার জবাবদিহিতার জন্য আদালতে হাজির হয়েছিলেন নওয়াজ কন্যা। মরিয়মের সঙ্গে একই দিনে গ্রেফতার হয়েছিলেন তার চাচাতো ভাই এবং তার দলের গুরুত্বপূর্ণ একজন নেতা ইউসুফ আব্বাস। তাকেও ১৪ দিনের রিমান্ডে নেয়া হচ্ছে।
এর আগে গত ৮ আগস্ট কারাবন্দি বাবা নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়ে জেলগেট থেকে গ্রেফতার হন মরিয়ম। একই সময়ে আলোচিত সুগার মিল দুর্নীতি মামলায় ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করে দেশটির জাতীয় জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)