রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর ফার্স হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এজিএমে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এজিএমে কোম্পানির চেয়ারম্যান এম এ হাশেম, ব্যবস্থাপনা পরিচালক মো: রাশেদুল হক, অন্যান্য পরিচালক এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৩৬ টাকা। উল্লেখ্য, গত ২৩ জুলাই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট অনুষ্ঠিত হয়।