রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে লেনদেন করছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী রোববার। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ ও কাল কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। সূত্র: ডিএসই।
৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর, মাল্টিপারপোশে হল (গ্রাউন্ড ফ্লোর), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ১৬০/এ, কাকরাই, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৭০ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৭ টাকা ৫০ পয়সা।