মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

পুনরায় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন সেলিম, ভাইস চেয়ারম্যান সোহেলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের এক সভায় জনাব মোঃ নূরুন নেওয়াজ সেলিম ব্যাংক এর চেয়ারম্যান এবং মিসেস সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর পরিচালক জনাব মোঃ নূরুন নেওয়াজ সেলিম দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জনাব সেলিম ইলেক্ট্রোমার্ট লিঃ ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর সাবেক চেয়ারম্যান। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি ফেনীতে মৌলভী শামসুল করিম কলেজ, নূরুন নেওয়াজ হাই স্কুল, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী শামসুল করিম মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

ভাইস চেয়ারম্যান মিসেস সোহেলা হোসেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজ হিতৈষি ও গবেষক। তিনি মীর আকতার হোসেন লিঃ এর চেয়ারম্যান এবং মীর গ্রুপ অব কোম্পানীজ এর প্রেসিডেন্ট। মিসেস সোহেলা হোসেন ফরিদপুর জেলার ঝিলটুলিতে এক অভিজাত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে প্রথম শ্রেণীতে বি.এ. অনার্স এবং এম.এ. ডিগ্রী লাভের পর মিসেস সোহেলা হোসেন অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দু’দশক সুনামের সাথে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাঁর কয়েকটি বই রয়েছে। তিনি বেতার-টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী। বিজ্ঞপ্তি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com