শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আত্মহত্যা করলেন পর্ণ তারকা জেসিকা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যা করলেন নীল দুনিয়া কাঁপানো পর্ণ তারকা জেসিকা জেমস। লস এঞ্জেলসে নিজের ঘর থেকেই তার মর দেহ উদ্ধার করা হয়েছে। জেসিকার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪০ বছর বয়সী এই তারকার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সে বিষয়ে তদন্তও শুরু করেছেন তারা।

খবর প্রকাশ হয়েছে, লস এঞ্জেলসের সান ফার্নান্দো ভ্যালিতে স্বামীর সঙ্গে থাকতেন এই তারকা। বেশ কিছুদিন হলো তার সঙ্গে ছিলেন না তার স্বামী। এর মধ্যেই হঠাত করে স্ত্রীর মৃত্যুর খবর পান জেসিকার স্বামী।

স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই বাড়িতে ফিরে আসেন তিনি। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন জেসিকা এ বিষয়ে তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তারা আশা করছেন শিগগিরই এই মৃত্যুর রহস্য উদ্ধার করা সম্ভব হবে।

জেসিকার জন্ম হয় আলাস্কায়। এক সময় মডেল হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। ২০০২ সালে নীল দুনিয়ায় পা রাখেন। এরপরই তিনি নীল দুনিয়ায় জনপ্রিয়তা যান। বর্তমানে ‘উইডস’ নামে একটি শোয়েও দেখা যাচ্ছিল তাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com