রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
পিপলস লিজিংয়ে ৬ হাজার আমানতকারীর টাকা দ্রুত ফেরতের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাছাড়া অর্থমন্ত্রীর পক্ষ থেকে যে যে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব তার সবকিছুই করার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ ৪ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পিপলস লিজিং এর আমানতকারীদের সাথে অর্থমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা জানান আমানতকারীরা।
পিপলস লিজিং আমানতকারী সমিতির সমন্বয়ক আতিকুল রহমান আতিক বলেন, আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি। গভর্নর ফজলে কবির আমাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেননি। এ কারণে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পিপলস লিজিংয়ের ব্যক্তি আমানতকারীদের ৭০০ কোটি টাকা ফেরত দেওয়ার বিষয়ে আগে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।
এই দীর্ঘ প্রক্রিয়ায় আমরা কত দিনের মধ্যে টাকা ফেরত পাব তার কোন নিশ্চয়তা নেই। তাই সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে দ্রুত টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি।
আতিকুর রহমান আরও বলেন, পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্ত আমানতকারীদের জন্য মোটেও যুক্তিযুক্ত ছিল না। পদ্মা ব্যাংক বা ফারমার্স ব্যাংকের মত পুনর্গঠনে ব্যবস্থা গ্রহণ করলে আমানতকারীদের টাকা দ্রুত ফেরত পাওয়া সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
২০১৫ সালের পূর্ববর্তী পরিচালনা পর্ষদ এবং পরবর্তী পরিচালনা পর্ষদের সকল সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন আমানতকারীরা। তাছাড়া তাদের টাকা নিয়ে বিভিন্ন ব্যবসা এবং বিদেশ পাচারের অভিযোগ করেছেন আমানতকারীদের।
পিপলস লিজিংয়ের বর্তমান আমানত ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। বাকি ৭০০ কোটি টাকা ৬ হাজার ব্যক্তি শ্রেণির আমানত। প্রতিষ্ঠানটি ঋণ দিয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। এর মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি ঋণ। এটি মোট ঋণের ৬৬.১৪ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশই নিয়েছেন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা।
২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসানের কারণে পিপলস লিজিং লভ্যাংশ দিতে ব্যর্থ হয়। তবে আমানতের বিপরীতে কাগজকলমে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ২৬৯ কোটি টাকার সম্পদ দেখানো হলেও বাস্তবে ৩ ভাগের এক ভাগও নেই বলে জানা যায়।
অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আমানতকারী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোট ৬ জন। সমিতির সমন্বয়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহ্বায়ক কামাল আহদেদ এবং রানা ঘোষ, সম্পাদক প্রশান্ত কুমার দাস এবং সদস্য সামিয়া বিনতে মাহবুব।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পিপলস লিজিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।